আট বছর কোমায় থাকার পর মারা গেলেন শ্যারন
দীর্ঘ আট বছর কোমায় (অচেতন ঘুমে) থাকার পর অবশেষে মারা গেলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন। আজ শনিবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে চিকিত্সকেরা নিশ্চিত করেছেন। আজ বিবিসি অনলাইনের এক খবরে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ইসরায়েলের রাজধানী তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারে দীর্ঘদিন চিকিত্সাধীন ছিলেন অ্যারিয়েল শ্যারন। ২০০৬ সালে স্ট্রোক করার পর তিনি কোমায় চলে যান। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস ও খাবার দিয়ে তাঁকে এত দিন বাঁচিয়ে রাখা হয়েছিল। গত বৃহস্পতিবার ওই হাসপাতাল...
Posted Under : Health News
Viewed#: 17
আরও দেখুন.

